সাতক্ষীরা দুপুর ২:১০ সোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  • ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ভারতে মহানবী (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

    mir khairul alam
    অক্টোবর ১৪, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
    Link Copied!

    কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ভারতে ধর্মপ্রাণ মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে কালীগঞ্জে ইত্তেহাদুল ওলামা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশ গ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় বিভিন্ন সড়ক মহাসড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর আগে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে সমাবেশ স্থলে বিভিন্ন প্লাকাড নিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হন। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রামগিরির ফাঁসি চাই, পূরোহিতির দুই গালে, জুতা মারো তালে তালে, ইত্যাদি স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। সমাবেশ স্থলে এসে দোয়া ও মাহফিলের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা পীরে কামেল অজিহুর রহমান। উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বাজার গ্রাম রহিমপুর গ্রামে তালিমুল কুরআন মাদ্রাসা ও লিল্লাহি বোডিংয়ের অধ্যক্ষ পীরে কামেল মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি জিয়াউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু হাসান, মাওলানা হেলাল বিন শামসুর, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তারিকুল ইসলাম, হাফেজ এমদাদ হোসেন, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ আতিয়ার রহমান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আইনুল ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ হাবিবুল্লাহ বাহার, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা খাইরুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা আতাউল্লাহ, হাফেজ জামিনুর রহমান, হাফেজ আকরাম হোসেন, হাফেজ আবু হাসান মেজবাহ, মাওলানা আজিজ, মাওলানা আনসার উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আবুল খায়ের, আব্দুল গফুর, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আল আমিন, জামাতের পক্ষ থেকে ছাত্রশিবিরের সভাপতি সিরাজুল ইসলাম, মাওলানা মনজুরুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণের বিরুদ্ধে মামলায় গ্রেফতার হলেও তার ফাঁসি দাবি করেন। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট, লং মার্চ করাসহ ভারতীয় হাই কমিশনার অফিস ঘেরাও করার কর্মসূচি দেওয়ার হুমকি দেন। বক্তারা ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবী করেন। বক্তারা আরো বলেন অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনাদের হাতে সংস্কারের দায়িত্ব দিয়েছি আপনি সহ আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এর প্রতিবাদ জানান। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।