নিজস্ব প্রতিনিধি: কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা- ১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও দুদকের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিমকে ‘গুনিজন সংবর্ধনা’ প্রদান করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর পাবলিক ইন্সটিটিউট চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা। সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে পাবলিক ইন্সটিটিউট ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা। তবে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বিএনপি নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পাবলিক ইন্সটিটিউটের নবনির্বাচিত সভাপতি এডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু। আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমানসহ সেবার কর্মকর্তার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বাগআঁচড়া শেখ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।