ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ কলারোয়া উপজেলা কমিটি পুন: গঠিত হয়েছে। শনিবার ১২ অক্টোবর আসরের নামাজের পর কলারোয়া আহলে হাদীছ মসজিদ কমপ্লেক্স ভবনে আহলে হাদীছ যুব সংঘ কলারোয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সাঈদের সভাপতিত্বে এক সুধী ও যুব সমাবেশের মধ্য দিয়ে এই কমিটি পুন:গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান, কলারোয়া উপজেলা যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ সরদার। কলারোয়া এলাকা সভাপতি হাফেজ গোলাম রহমান, কলারোয়া এলাকা যুব বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন, কাকডাঙ্গা এলাকা সভাপতি মাওলানা শামীমুল আলম, সোনাবাড়িয়া এলাকা সভাপতি আব্দুস সবুর, যুগীখালি এলাকা সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক জেলা সাতক্ষীরার রোকনুজ্জামান, এছাড়াও আল – আউন্ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন। উক্ত অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ কলারোয়া উপজেলা কমিটি গঠিত হয়। নবগঠিত এ কমিটির সভাপতি মোস্তফা কামাল, সহ সভাপতি আব্দুর রহমান সাঈদ , সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মাকফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার শাহারুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আমিনুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক আবু সাঈদ। সাথে আল – আউন্ এর উপজেলা কমিটির গঠন করা হয় এ কমিটির সভাপতি মাস্টার আশরাফ হোসেন সাধারণ সম্পাদক আল মামুন।