সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় উপজেলার নাথুপুর গ্রামের ৩জনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ বিষেয়ে এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার নাথুপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪৪), তার বড় মামাশ্বশুর আবুল কাশেম ও সিরাজুলের স্ত্রী পারভিন খাতুন। স্থানীয়রা আহত স্বামী স্ত্রী ও স্ত্রীর মামাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
অভিযোগে উল্লেখ যে, গতকাল বৃহস্পতিবার ০৭/১০/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২: টা ৫০ মিনিটের দিকে বখতিয়ার খলজি (২৩), ফজর আলী মন্ডল (৫০), সালমা বেগম (৪৫) লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে হাতে, পায়ে, পিঠে, মাথায় চোখে লাল রক্ত জমাট ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
সিরাজুল ইসলাম বলেন, বিবাদীদের সাথে সম্পত্তি ও পারিবারিক বিষয় নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। আমার বড় মামা শ্বশুর হোসেন মালী মোড়ল ও মামা শ্বশুর বাধা দিলে তাদের বখতিয়ার খলজি তাহার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রী পারভিনা খাতুনের মাথার মাঝখানে একাধিক আঘাত করে গুরুতর হাড় কাটা রক্তাক্ত জখম করে। আমার স্ত্রীর গলায় থাকা ০১ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ৮০ হাজার টাকা, জোর পূর্বক ছিনিয়ে নেয়।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহীন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।