কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিগত ১০ বছরে চাকুরি থেকে অবসর নেয়া ৮০ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় সমিতির নিজস্ব ভবনে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ^াস প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, নয়ন কুমার সাহা প্রমুখ।
এ সময় বিগত ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া ৪৩ প্রধান শিক্ষক ও ৩৭ সহকারী শিক্ষককে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।