সাতক্ষীরা সন্ধ্যা ৬:২৩ সোমবার , ৭ অক্টোবর ২০২৪
  • ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা

    ১০ বছরে অবসরপ্রাপ্ত ৮০ শিক্ষককে একমঞ্চে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

    mir khairul alam
    অক্টোবর ৭, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
    Link Copied!

    কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিগত ১০ বছরে চাকুরি থেকে অবসর নেয়া ৮০ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় সমিতির নিজস্ব ভবনে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।

    স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ^াস প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, নয়ন কুমার সাহা প্রমুখ।

    এ সময় বিগত ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া ৪৩ প্রধান শিক্ষক ও ৩৭ সহকারী শিক্ষককে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
    সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।