সাতক্ষীরা সন্ধ্যা ৬:৩৭ সোমবার , ৭ অক্টোবর ২০২৪
  • ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১লা রজব, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা

    সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন

    mir khairul alam
    অক্টোবর ৭, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি :
    সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়ধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান।
    সোমবার (৭ অক্টোবর ) সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সাথে সৌজন্য স্বাক্ষাত করে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় নিয়ে আলোচনা করেন।
    পরে, উপজেলার কুলিয়া, সখিপুর ও দেবহাটা সদর ইউনিয়নে তিনি গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেন।
    ইউনিয়ন পরিদর্শনকালে তিনি ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়াম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালতের কার্যক্রম, গ্রাম আদালতের সুবিধা, এখতিয়ার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একইসাথে গ্রাম আদালতের মামলার নথি সংরক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন।
    এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দেবহাটা উপজেলা কো-অর্ডিনেটর রেবেকা সুলতানা ও
    সাতক্ষীরা সদর উপজেলা কো-অর্ডিনেটর শেখ মুরাদুল হক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।