সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বুয়েট ছাত্র আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা সিটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজমাউল হোসেনের সঞ্চালনায় ও আহবায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।
স্মরণ সভায় সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজিবুজ্জামান ছোট, রাজ বাবু, মোঃ প্রান্ত, মিলন হোসেন প্রমুখ।
এদিকে, আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক মৌন মিছিল ও স্মরণ সভা করেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
সভায় পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহান, সাকিব প্রমুখ।