সাতক্ষীরা সন্ধ্যা ৬:১২ সোমবার , ৭ অক্টোবর ২০২৪
  • ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

    mir khairul alam
    অক্টোবর ৭, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব  প্রতিনিধি:  সরকারি প্রতিটি সেক্টরে সেবা নিশ্চিত করা হবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণ করতে চাই। কলারোয়ায় সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাক আহমেদ এ কথা বলেন।

    সোমবার (৭ অক্টোবর) কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়
    প্রধান অতিথি আরও বলেন, সকল প্রতিষ্ঠানে সরকারি নিয়ম বাস্তবায়ন করতে হবে। নিয়ম মানা না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজী, মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হলো।  সাতক্ষীরায় হয় দুর্নীতিবাজ অসাধুরা থাকবে না হয় আমি থাকবো। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাক আহমেদ এসময় সকল শ্রেণি পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
    মতবিনিময় সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জমান, থানার অফিসার ইনচার্জ মো: শাহিন।
    মতবিনিময় সভায় উপস্থিত সুধীজনেরা কলারোয়া উপজেলার বেতনা নদীর ব্রিজ, পৌরসভার বেহাল সড়ক, হাসপাতালের অব্যবস্থাপনা, জন্মসনদ পেতে হয়রানি, শিক্ষকদের কোচিং বাণিজ্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে  জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় জেলা প্রশাসক ধৈর্য সহকারে শোনেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,
    উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সহসভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সহিদুর রহমান আসিক, আমিনুর রহমান রিংকু,  উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, উপাধ্যক্ষ ইউনুস আলি বাবু,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর সনজু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,
    কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ প্রমুখ। এসময় আরএ উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মিরা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফসার জিয়াউল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিয়াতুন্নাহার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।