সাতক্ষীরা প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশের অংশ হিসেবে ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি প্রকল্পের উদ্বোধন কর হয়েছে। সাতক্ষীরা শহরের এক মিলনায়তনে এই প্রকল্পের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার চেয়ারম্যান ইমামুল ইসলাম।
তিনি বলেন, মেধাবীরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের মেধাকে বিকাশিত করার জন্য কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষা মুলক আয়োজন নিয়ে সব সময় পাশে থাকতে চাই। কিশোরকণ্ঠ পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক চরিত্রবান ও দেশ প্রেমিক রুপে গড়ে তুলতে সহায়ক ভ‚মিকা পালন করে। এজন্য তিনি সকল শিক্ষার্থীদের কিশোরকণ্ঠ পড়ার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার পরিচালক জুবায়ের হুসাইন, সহকারী পরিচালক নাহিদ হাসান, মতিউর রহমান, ফয়সাল হোসাইন ও উপজেলা প্রতিনিধিগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।