সাতক্ষীরা রাত ৯:১৩ রবিবার , ৬ অক্টোবর ২০২৪
  • ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরার ৫৬২ মন্ডপে নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

    mir khairul alam
    অক্টোবর ৬, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপ‍ূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ।
    সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রতিটি পূজা মন্ডপকে বাদ্ধতামূলক সিসি ক্যামেরা আওতায় আনার সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়। সাতক্ষীরায় গত বছরের তুলনায় এ বছর ৫৬ মন্ডপে পূজা কমেছে।
    জেলার ৫৬২ মন্ডপে রঙ ও প্রতিমা সাজানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। ৯ অক্টোবর ষষ্ঠীর মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।
    সাতক্ষীরা জেলা  ‍পূজা উদ্যাপন পরিষদের দেয়া তথ্যমতে, এবার সাতক্ষীরা জেলার সাত উপজেলা ও দুই পৌর সভায় ৫৬২ মন্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯৯, আশাশুনিতে ৯৫, দেবহাটায় ২১, কলারোয়ায় ৩৯, তালায় ১৯৬, কালীগঞ্জে ৪৯ ও শ্যামনগর উপজেলায় ৬৩ মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রংতুলি আর সাজসজ্জার কাজ। তবে প্রতিবছর সাতক্ষীরায় দূর্গা পুজার সংখ্যা বাড়লেও এবছর কমেছে। গত বছর সাত উপজেলায় দেবীদূর্গা পূজা পেয়েছেন ৬১৮ মন্ডপে আর এবছর উদযাপিত হবে ৫৬২  মন্ডপে। দেশের বর্তমান পরিস্থিতি ও জলাবদ্বতার কারণে মন্ডপে পূজা কমেছে।
    উক্ত সভায় সাতক্ষীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ”প্রতিমা তৈরি, পূজা উদযাপন ও বিসর্জনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে”।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।