নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরিফ নেওয়াজ এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, দেবহাটা সদর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মেনায়েম হোসেন সহ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, উদোক্তা ও গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এর আগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র্যালী বের করা হয়।