অর্থনীতি ডেস্ক:
প্রতিবেদন অনুযায়ী, জুন ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত রিজার্ভ কমেছে ৬০৯ কোটি ১১ লাখ ডলার। আর ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত রিজার্ভ কমেছে ৭১১ কোটি ৬ লাখ ডলার বা ২২.০৭ শতাংশ।
চলতি বছরের জানুয়ারির শেষে মোট রিজার্ভ দাঁড়ায় ২৫.১১ বিলিয়ন ডলার এবং আইএমএফের পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী হয় ১৯.৯৬ বিলিয়ন ডলার। এদিকে গত বছর জুন শেষে মোট রিজার্ভ ছিল ৩১.২০ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ২৪.৭৫ বিলিয়ন ডলার। অপরদিকে গত বছর জানুয়ারিতে মোট রিজার্ভ ছিল ৩২.২২ বিলিয়ন ডলার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।