সাতক্ষীরা ভোর ৫:৫৮ শনিবার , ৫ অক্টোবর ২০২৪
  • ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ফাজিল স্নাতকের অনুমোদন পেল সখিপুর আলিম মাদরাসা

    mir khairul alam
    অক্টোবর ৫, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
    Link Copied!

    মীর খায়রুল আলম: দেবহাটার সখিপুর আলিম মাদরাসা ফাজিল স্নাতক (পাস) বি.এ স্তরে প্রাথমিক পাঠদান অনুমতি পেয়েছে। মাদরাসা পরিদর্শন দফতরের সহকারী পরিদর্শক ড. জাভেদ আহমেদ ও সেকশন অফিসার মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষারিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    জানা গেছে, মাদরাসার অধ্যক্ষের ২৭.০৮.২০২৩ তারিখের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অনুসৃত অর্ডিন্যান্সের অধিভুক্তি সংক্রান্ত ক. ৫ (৫.৩) ধারা অনুযায়ী গঠিত পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ক. ৫ (৫.৪) ধারা মোতাবেক মাননীয় ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে ফাজিল স্নাতক (পাস) বি.এ স্তর প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে। এতে করে চার বছরের জন্য ফাজিল স্নাতক (পাস) বি.এ স্তরের শিক্ষা নেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

    তবে ফজিল স্নাতক চালু করতে কিছু শর্তসমূহ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উক্ত শর্তগুলো হল, (১) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ফজিল স্নাতক (পাস) বি.এ স্তরের কার্যক্রম চালু করতে হবে, (২) ফাজিল স্তরে পাঠদানে অভিজ্ঞ কমপক্ষে ২ জন শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে, (৩) শ্রেণিকক্ষে মূল কিতাবের ব্যবহার নিশ্চিত করতে হবে, (৪) শিক্ষার্থীদের বাংলার পাশাপাশি আরবিতে দক্ষ করে গড়ে তুলতে আরবি ব্যাকরণে পারদর্শিতা ও আরবি কথোপকথনে বিশেষ জোর দিতে হবে, (৫) মাদ্রাসার মাঠকে সমতল করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করতে হবে, (৬) নিয়মিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করে জরুরি নোটিশগুলো নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে, (৭) মাদ্রাসার আর্থিক বিষয়গুলো অভ্যন্তরীণ অডিট কমিটির মাধ্যমে নিরীক্ষা করে গভর্ণিং বডির সভায় অনুমোদন নিতে হবে, (৮) প্রাথমিক পাঠদান অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে ৮ মাস পূর্বে অধিভুক্তির জন্য আবেদন করতে হবে।

    এদিকে, উপজেলা পর্যায়ে এই প্রথম ফাজিল মাদ্রাসা অনুমোদন পাওয়ায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী সহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে আনন্দের জোয়ার বইছে মাদ্রাসা প্রতিষ্ঠা ও এলাকাবাসীর মাঝে।
    উল্লেখ্য যে, সখিপুর মোড় সংলগ্ন সখিপুর আলিম মাদ্রাসা টি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে নানা বাধা অতিক্রম করে প্রতিষ্ঠানটি অতি সুনামের সাথে পরিচালিত হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।