সাতক্ষীরা বিকাল ৩:০৩ শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  • ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার সময় সীমান্তে আটক-৫

    mir khairul alam
    অক্টোবর ৪, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যাওয়া ও আসার সময় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।
    শুক্রবার ভোরে সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযানে তাদের আটক করাহয়।
    আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের পদ্মশাখরা এলাকার শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ জসিমউদদীন (৩৮), সদরের ভোমরা লক্ষিদাঁড়ী এলাকার আসাদুল সরদার এর ছেলে বিলাল হোসেন (২৩), একই এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ শামসুজ্জামান(৩৯) ও শরিয়াতপুর জেলার জাজিরা থানা এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪), ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রেমের মৃত আয়নাল উদ্দিন শেখ এর ছেলে মোঃ মামুন (৩৩)।

    সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠ নামক স্থান হতে ভারত থেকে দেশে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ দুই জন বাংলাদেশী আটক করাহয়। অপর একটি অভিযাননে পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশান নামক স্থান হতে আরও তিন জনকে আটক করাহয়। তারা অবৈধভাবে ভারতে যাচ্ছিলো।

    আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।