দেবহাটা প্রতিনিধি: “জীবন প্রতিযোগীতার নয়, জীবন সহযোগিতার” এই স্লোগান ধারন করে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন দেশব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। শুক্রবার বিকালে শুশীলগাতী গ্রামের শেখ বাড়িতে প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম. মেডিকেল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের সদস্য ওলিউল্লাহ ওলির সঞ্চালনায় ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ইমরানুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীনেশ কুমার চৌধুরী (নেপাল)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ডা. সাইফুল ইসলাম, ডা. রবিউল ইসলাম, আমিনুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন সংগঠন সেচ্ছাসেবীরা।