সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পত্রিকায় ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়কে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ শহরের পলাশপোল এলাকার মাসুদ আলীর বিরুদ্ধে।
এবিষয়ে হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয় বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানাযায়, মোঃ মাসুদ আলী বিভিন্ন স্থানে থেকে দৈনিক হৃদয় বার্তা পত্রিকার নাম ভাঙ্গিয়ে সুনাম ক্ষুন এবং অবৈধসুবিধা নেওয়ার তথ্য পত্রিকা কর্তৃপক্ষ জানতে পারে। বিষয়টি নিয়ে অদ্য গতকাল (০১অক্টোবর) মঙ্গলবার বেলা ১২.৩০ ঘটিকার উক্ত বিষয়ে জিজ্ঞাসা করলে মো. মাসুদ আলী হৃদয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে আলী মুক্তাদা হৃদয় বলেন, মাসুদ আলী দৈনিক হৃদয় বার্তা পত্রিকার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজী করছে। গতকাল ডিসি অফিসের সম্মুখে তার সাথে দেখা হলে আমি তাকে বলি। আপনি আমার পত্রিকার নাম ব্যবহার করবেন না। আপনিতো আমার পত্রিকায় কাজ করেন না। একথা বলায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই সাথে প্রকাশ্যে জীবননাশের হুমকি দিয়েছে। সেখানে সাতক্ষীরার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা সবাই স্বাক্ষী আছে।