দেবহাটা প্রতিনিধি: আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে নির্মানাধীন প্রতিমা ও মন্দির পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বুধবার (২ অক্টোবর) উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে মন্দির কমিটি, পুজা উৎযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত খোঁজ খবর নেন। এছাড়া হিন্দু ধর্মের বৃহৎ উৎসব যাতে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি। পাশাপাশি কোন প্রকার অপশক্তিকে সুযোগ দেওয়া হবেনা। তাছাড়া পূজা উপলক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশাসন কাজ করছে বলেও জানান নির্বাহী কর্ম
কর্তা। সেই সাথে কেউ শান্তিশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাথে সাথে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।
পরে বাজার মনিটরিং বিষয়ে অভিযান কালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়র অপরাধে এক দোকান মালিককে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।