সাতক্ষীরা সন্ধ্যা ৬:২৬ বুধবার , ২ অক্টোবর ২০২৪
  • ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা

    দেবহাটায় জামায়াতকর্মী আনারুল হত্যা মামলায় গ্রেফতার-২

    mir khairul alam
    অক্টোবর ২, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নাংলা গ্রামের জামায়াতকর্মী আনারুল ইসলাম হত্যা মামলায় ২জনকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাংলা গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে আব্দুল মোমিন গাজি (৬২) ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ছুটিপুুর গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আব্দুল রশিদ (৬০)।
    উল্লেখ্য, তৎকালীন ক্ষমতাশীল আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা ২০১৪ সালে ১৪ জানুয়ারী মোটর সাইকেল ও পুলিশ ভ্যান যোগে সকাল ৯.২৫ ঘটিকায় মৎস্য ঘেরে কর্মরত থাকা অবস্থায় তাকে আটক করতে গেলে সে ভয়ে পালানোর জন্য দৌড় দিলে তাকে ধরার জন্য তার বাম পায়ে গুলি করে। পায়ের হাঁটুর হাড় কুচি কুচি হয়ে ভেঙ্গে বাহিরে চলে আসে। এসময় আনারুল ইসলাম মাঠিতে পড়ে গেলে তাকে মাটি থেকে তুলে বুকের বাম পাশে গুলি করে হত্যা করা হয়।
    দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইদ্রিসুর রহমান ঘটনার সত্যসা নিশ্চিত কওে জানান, দেবহাটা থানার মামলা নং-৬/৭২, তারিখ-২৯/০৮/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় পুলিশের অভিযানে ২জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেও জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।