নিজস্ব প্রতিনিধি: দেবহাটার কুলিয়া বাজারকে মডেল করে গড়ে তোলার ঘোষনা দিয়েছেন নব-কমিটির নেতৃবৃন্দ। গত মঙ্গলবার রাত ৯ টায় বাজার কমিটির কার্যালয়ের সামনে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কমিটির সভপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারি আবু হুরাইরা। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমির হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা.অহিদুজ্জামান, কুলিয়া বাজার কমিটির উপদেষ্টা ইমাদুল হক ও আব্দুস সামাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সহ-সভাপতি মোসফিকুর রহমান। উল্লেখ্য যে, গত ১২/০৯/২০২৪ তারিখে সদস্যদের ভোটের মাধ্যমে কুলিয়া বাজারে নতুন কমিটি গঠিত হয়। আলোচনা সভা শেষে নৈশ ভোজের আয়োজনে অংশ নেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। আলোচনা সভা থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহনের ভিত্তিতে ব্যবসায়ীদের সহযোগিতায় দেবহাটার কুলিয়া বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় করা হয়।