আসন্ন শারদীয় দূর্গা উৎসব সফলভাবে সম্পন্ন করার নিমিত্তে সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সাথে জেলা পূজা উদযাপন কমিটি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জেলা মন্দির সমিতির মতবিনিময় সভা।
জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, সাতক্ষীরা জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মোঃ শের আলী, সাতক্ষীরা সদর বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান কবির , জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন লিটন, জেলা তাঁতি দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা তাঁতি দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক, জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলু জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জি ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু ও সম্পাদক স্বপন শীল সহ নেতৃবৃন্দ।