নিজস্ব প্রতিনিধি :
উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনতে হলে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে।
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা, কার্যক্রম পরিচালনা স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এ কথা বলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।
এসময় সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারনা নেই। সেজন্য কর্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসাথে সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠ বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেয়ে সাধারণ মানুষ উচ্চ আদালতের দারস্ত হচ্ছে। এতে করে দিনে দিনে মামলা জট বৃদ্ধি পাচ্ছে। ফলে, উচ্চ আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় গ্রাম আদালত আইন, বিধি অনুযায়ী পরিচালনা করে মামলা নিস্পত্তি করা। আর এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণায় জনসচেতনতা তৈরিতে বেসরকারি সংস্থাসহ স্থানীয় অংশীজনদের এগিয়ে আসার আসতে হবে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, পলাশ আহমেদ (এসিএলজি), সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের
উপ-পরিচালক, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ইমাম।
সভাটি সঞ্চালনা করেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান।
উক্ত সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক ও নার্গিস সুলতানা।
প্রসংগত ; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।