ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: যে শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা অর্জন থেকে পিছিয়ে যাচ্ছে অবক্ষয় ঘটছে ধর্মীয় মনোভাবের। এমন শিক্ষানীতি যদি দেশে চালু থাকে তাহলে ভবিষ্যৎ এ পরিবার , সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে এজন্য প্রয়োজন বাংলাদেশে অতি দ্রুত নৈতিক আদর্শ ও উপযোগী শিক্ষাক্রম দ্রুত প্রনয়ণ। সাতক্ষীরার কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের এক শিক্ষক সম্মেলনে এমন কথা বলেছেন শিক্ষক ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কলারোয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে আদর্শ শিক্ষক ফেডারেশন কলারোয়া উপজেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু।
এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ আরো বলেন, এ দেশের শান্তিপ্রিয় মানুষ আর রক্ত যুদ্ধ বা হত্যা দেখতে চায় না। এদেশের মানুষ আইয়ুব খানের স্বৈরশাসন দেখেছে, শেখ মুজিবর এর স্বৈরশাসন দেখেছে, হোসাইন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসন দেখেছে , শেখ হাসিনার স্বৈরশাসন দেখেছে। তবে আমরা একটা ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক সমাজ আর কবে পাবো? যে সমাজে মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে , মানুষ তার ভোট দেয়ার অধিকার পাবে! মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। এজন্য আসুন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ ( স:) ও আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামীনের সেই শান্তির পথে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তির পথে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ.সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মো. কামারুজ্জামান, জেলার কারগরি বিভাগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোঃ ইউনুস আলী বাবু, কলেজ বিভাগের জেলা শাখার সহ. সভাপতি সহকারী অধ্যাপক ড.আবদুল আজিজ, এবতেদায়ী বিভাগের জেলা সভাপতি মো. আ. হামিদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আহমেদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, মো. আ. মালেক, মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, প্রভাষক মো. আসাদুজ্জামান ফারুকী, সহকারী অধ্যাপক শাজাহান কবির, মো. আলমগীর কবির, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সায়ৈদ আল বান্নাসহ প্রতিষ্ঠান প্রধানগন ও শিক্ষকমন্ডলী।
শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, মো. হায়দার আলী, সহকারী শিক্ষক মো. আহাদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ. রাজ্জাক, মো. নজরুল ইসলাম।
স্বৈরশাসকের দাসত্ব থেকে শিক্ষকদের বের হয়ে এসে ধর্মীয় ও আদর্শিক শিক্ষাক্রম চালুর দাবী জানান মোঃ কামারুজ্জামান।
অধ্যক্ষ আঃ রাজ্জাক বলেন, সকল স্তরের শিক্ষকদের এই আদর্শ শিক্ষক ফেডারেশনের ছায়া তলে আসার আহবান জানান। সমগ্র অনুষ্ঠান টি যৌথভাবে পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান ও মাওলানা তৌহিদুর রহমান।
পরে, কেন্দ্রীয় সহ.সভাপতি ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল সকল শাখার কমিটি ঘোষণা করেন। কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন মো. মশিউল আযম, (শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. রেজওয়ান কবির (হাজী নাছির উদ্দীন কলেজ)।
এছাড়া কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমিক শাখার সভাপতি নির্বাচিত হন মো.নজরুল ইসলাম (যুগীখালী মাধ্যমিক বিদ্যালয়) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. জাহাঙ্গীর আলম (বাটরা মাধ্যমিক বিদ্যালয়) এবং কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের মাদ্রাসা শাখার সভাপতি নির্বাচিত হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহমেদ আলী (কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুপার মাওলানা আব্দুল মোনায়েম (সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা)।