সাতক্ষীরা রাত ১০:০৬ বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় কৃষকদল নেতা রোকনের পদ স্থগিতে মিষ্টি বিতরণ

    mir khairul alam
    সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
    Link Copied!

     

    সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান রোকন এর দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিভিন্ন গুরুতর অভিযোগের ভিত্তিতে গত ২৪/০৯/২৪ তারিখে রোকনুজ্জামান রোকন এর উপজেলা কৃষকদলের আহবায়ক পদ স্থগিত করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন। এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। এ খবর জানার পরপরই জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়ে ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত রোকনুজ্জামান রোকনকে স্থায়ীভাবে বহিষ্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

    নেতৃবৃন্দ আরও জানান, ইসলামী দল থেকে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিতাড়িত হওয়ার পর আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা অবস্থায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক এক এমপির জোর তৎপরতায় উপজেলা কৃষকদলের আহবায়ক হন রোকনুজ্জামান রোকন। এরপর নানাবিধ বিতর্কিত কর্মকান্ড শুরু করেন তিনি। রোকনের দ্বারা নানাভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী। রোকনুজ্জামান রোকনের একের পর এক বিতর্কিত কর্মকান্ড ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি উর্দ্ধতন নেতৃবৃন্দকে আড়াইমাস পূর্বে লিখিতভাবে অবগত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলী, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুথানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর রোকনুজ্জামান রোকন ও তার কিছু সহযোগী মিলে লুটপাট ও চাঁদাবাজি করে বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে তার অপকর্মের দোসররা সাংবাদিকদের প্রকাশ্য হুমকি দেয় ও মারপিট করে। রোকনুজ্জামান রোকনের কর্মকান্ডে সাধারণ জনগণ এবং সচেতন মহলের মাঝে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সার্বিক বিবেচনায় কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোকনুজ্জামান রোকন এর পদ স্থগিত করায় আনন্দের বহি:প্রকাশ হিসেবে মিষ্টি বিতরণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বহুল বিতর্কিত ও সমালোচিত রোকনুজ্জামান রোকনকে বৃহত্তর স্বার্থে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।