বিশেষ প্রতিনিধি:: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিশু ছেলে-মেয়ে সহ এক দম্পতি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর নোটারি পাবলিকের কার্যালয় থেকে নিবন্ধন সম্পন্ন করে ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর কাছে রাত আনুমানিক ৮ টার দিকে কালিমা পড়েন তারা। এ সময় সহকারি অধ্যক্ষ আল্লামা মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী উপস্থিত ছিলেন।
ধর্মান্তরিত দম্পতি হলেন, কচুয়া উপজেলার মনোহরপুর এলাকার তুলাতলী গ্রামের নকুল চন্দ্র সরকার ও কমলা রানী সরকারের ছেলে খোকন চন্দ্র সরকার। যার বর্তমান নাম মোঃ আবদুল্লাহ্(৪২)। তার স্ত্রী গীতা রানি সরকার। বর্তমান নাম ফাতেমা বেগম(৩৭)। তার ছেলে জয় চন্দ্র সরকার। বর্তমান নাম মোঃ মুছা(৭)। এবং তার মেয়ে জয়শ্রী। বর্তমান নাম জয়নব(৫)।
ধর্মান্তরিত হওয়ার বিষয়ে মোঃ আবদুল্লাহ্ জানান, জন্মের পর থেকেই মুসলিম প্রতিবেশীদের সাথে ওঠা-বসার কারণে ইসলামের প্রতি আমার ভালোবাসার জন্ম নেয়। এরপর কোরআন ও হাদীস পড়ে ও বুঝে স্বজ্ঞানে পরিবারের মোট চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করি।
সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ইসলামের সুশীতল ছায়া সকলের জন্যই কল্যাণকর। আমি এই চারজনের মুসলিম হওয়ার পর ইসলামের রীতিনীতি পালনে উৎসাহিত করছি।