দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর’২৪ রবিবার সকাল ১০ টা হতে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের আব্দুল মজিদ কলা ভবনের হল রুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী এস এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জেলা ডিসি অফিসের মিটিংয়ে উপস্থিতির কারণে অনুপস্থিত থাকায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
স্বাগতিক কলেজের শিক্ষক কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ইংরেজি বিভাগীয় প্রধান মো: শাহানুর রহমান, দর্শন বিষয়ের প্রভাষক রিতা রানী, জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো: আবু তালেব। উপস্থিত কলেজের অসংখ্য নারী শিক্ষার্থীর মধ্য থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী তানিয়া সুলতানা। এ সময় কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, দেড় শতাধিক নারী শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্য তথা জেলা তথ্য অফিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ- ছেলেদের পাশাপাশি নারীদের সমানতালে এগিয়ে নিতে তাদের অধিকার সম্পর্কে বেশি সচেতন হওয়া, দায়িত্বশীল হওয়া, ক্ষেত্রবিশেষ প্রতিবাদী এবং পুথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক ও আদর্শ শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।