সাতক্ষীরা দুপুর ২:১৬ রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির কমিটি গঠন

    mir khairul alam
    সেপ্টেম্বর ২২, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উপদেষ্টা পরিষদের সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত (২০ সেপ্টেম্বর) ঢাকায় দেবহাটা উপজেলার কর্মজীবীদের সম্মলিত প্রচেষ্টায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

    সকলের সম্মতিক্রমে খাইরুল ইসলামকে আহবায়ক, মাজহারুল আনোয়ার, রিয়াজুল ইসলাম, আজগর আলী, বাকি বিল্লাহ, আনোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক এবং তাহাজ্জত হোসেন হিরুকে সদস্য সচিব মনোনিত করা হয়।

    সভায় সিদ্ধান্ত হয় যে, এই কমিটি ৭ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ২/৩ জন করে সদস্য নিয়ে আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ করবে এবং উপদেষ্টা পরিষদকে অবহিত করবে। আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই কমিটর সমিতির নেতৃত্ব প্রদান করবে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমিতির খসড়া গঠনতন্ত্র প্রনয়ণ করে চূড়ান্ত করবে। নির্দিষ্ট মেয়াদ হওয়ার এক মাস পূর্বে নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠ নির্বাচন উপহার দেবে। নির্বাচন কমিশন ১৫ দিনের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিটক হস্থান্তর করবেন। একই সাথে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব চালু করা। উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়মূলক কাজে অংশগ্রহন করবে। যে কোন প্রাকৃতিক দূর্যোগ ও অন্যান্য বিরূপ পরিস্থিতিতে কমিটির পক্ষ থেকে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ সদস্য হতে হলে ১ হাজার টাকা এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫শ টাকা মূল্যে সদস্য ফর্ম ক্রয় করতে হবে। তবে ১৮ বছরের কম বয়সী কেউই সদস্য হতে পারবেন না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।