প্রেস বিজ্ঞপ্তি: বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় “সাতক্ষীরার ভোমরা শ্রমিক নেতা নাজমুল আলম মিলনের বিরুদ্ধে জমি দখল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় আমার নেতৃত্বে পুষ্ককাঠি গ্রামে জমি দখল করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এমনকি আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা, সুপারি ও বাংলাদেশের সুখী বড়ি পাচারের অভিযোগের বিষয়টি সঠিক নয়। আমি বন্দরের একটি শ্রমিক সংগঠনে অতি সুনামের সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি। ব্যবসায়িক প্রতিপক্ষ ও একশ্রেণির মানুষ আমার জনপ্রিয়তায় হিংসার বশীভূত হয়ে সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
নাজমুল আলম মিলন
সাধারণ সম্পাদক
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন