সাতক্ষীরা রাত ৩:৩৪ মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  • ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরা পৌরবাসীর বহুকাঙ্খিত সরকারি কলেজ রোডসহ মোট ৭টি সড়কের সংস্কারকরণ কাজের উদ্বোধন

    Editor
    এপ্রিল ১৫, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
    Link Copied!

    ডেস্ক  রিপোর্ট: সাতক্ষীরা পৌরবাসীর বহুকাঙ্খিত সরকারি কলেজ রোডসহ মোট ৭টি সড়কের অবশেষে সংস্কারকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে পৌরসভার প্রায় ৮ কিলোমিটার এই সড়ক সংস্কারকরণ কাজের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি।

    সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, কেএফডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, দুদক প্রতিরোধ কমিটি সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মহিতুর রহমান কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সেলিম, আসাদুজ্জামান খোকা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দুদায়েত মাসুদ অর্ঘ্য, সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর্জা রনি, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিক সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    সাতক্ষীরার পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বহুকাঙ্খিত সাতক্ষীরা পৌরসভার ৭টি সড়ক সংস্কারকরণ কাজের আজ উদ্বোধন করা হয়েছে। সড়ক গুলোর মধ্যে রয়েছে, শহরের পোস্ট অফিস থেকে কলেজ রোড হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা পর্যন্ত, শহরের আলীয়া মাদ্রাসার সামনে থেকে পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ পর্যন্ত, শহরের পারকুখরালি পানির প্রকল্প থেকে সরকারি গোডাউন পর্যন্ত সড়কসহ মোট ৭টি সড়কের প্রায় ৮ কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।