নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা ফেলে পালিয়েছে চোরাচালানীরা। সোমবার গভীর রাতে সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিজিবির অভিযানে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করা হয়। মঙ্গলবার সাড়ে ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটটি বিজিবি তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেন। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত ডায়মন্ডের অলংকার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়াসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।