সাতক্ষীরা রাত ৪:২৪ বুধবার , ৯ এপ্রিল ২০২৫
  • ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থা

    mir khairul alam
    এপ্রিল ৯, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
    Link Copied!

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী নেতা গোবিন্দ চন্দ্র মন্ডল বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব আনার পর এবার হয়ে গেলো আনীত অনাস্থার পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ। বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দক্ষিণ শ্রীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সহ ১১ জন ইউপি সদস্য সদস্যাদের উপস্থিতিতে এই অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে-বিপক্ষে’ ১১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ১১ জন সদস্যই অনাস্তা প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে কোন ভোট প্রয়োগ না করায় পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সূচনীয়ভাবে পরাজিত হন।
    অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে-বিপক্ষে’ ভোট গ্রহনের পূর্বে পরিষদ এর চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল উপস্থিতিতে সদস্যদের নিয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।সেই সমঝোতা বৈঠকে বিষয়টি সমাধান না হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতি তে অনুষ্ঠিত হয় এ ভোট গ্রহন।১ জন ইউপি সদস্য দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পরিষদের ১২ জন ভোটারের মধ্যে ১১জন ভোটাধিকার প্রয়োগ করলেও চেয়ারম্যান ভোট গ্রহন শেষে গণনার সময় চলে যান।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের লিখিত অভিযোগের’ তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন।
    আর এই অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে-বিপক্ষে’ ভোট গ্রহনের পূর্বে ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।এব্যাপারে নিজের বিরুদ্ধে পরিষদের সদস্যদের আনা সকল অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত’ দাবী করে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন,এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের যে নির্দেশনাই আসবে তিনি সেটা মেনে নিবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, ভোটের ফলাফল সিট’সহ বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হবে। তিনিই (জেলা প্রশাসক) এবিষয়ে সিদ্ধান্ত দেবেন।সমঝোতা বৈঠক ও ভোট গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন ও উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।