নিজস্ব প্রতিবেদক: “জম্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার পারুলিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় দেবহাটা উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উক্ত সভায় উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল কুমার পাল। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, হাসিনা পারভীন। আরও উপস্থিত ছিলেন সিএসও নাজমুল শাহাদাত, বাবুরাম মন্ডল, ইউনিয়ন ফ্যাসিলিটেটর বিথী পারভীন, কমিউনিটি প্রমোটার সাহারবানু প্রমুখ। সভায় বক্তরা বক্তরা বলেন, সকল শিশুর জন্ম সুরক্ষিত করতে হবে তাহলে শিশুর ভবিষ্যৎ সুন্দর হবে। শিশুর স্বাস্থ্যসম্মত বাসযোগ্য পরিবেশ করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, যদি কোন শিশু সুস্থ সুন্দর ও নিরপদ জীবনযাপন করতে না পারে তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্র উন্নত হতে পারে না। তাই সকলকে একাযোগে কাজ করতে হবে শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য।