সাতক্ষীরা রাত ৩:০২ বুধবার , ৯ এপ্রিল ২০২৫
  • ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪,থানায় লিখিত এজাহার।। হাসপাতালে ভর্তি-২

    mir khairul alam
    এপ্রিল ৯, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
    Link Copied!

    আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার রুইয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বুধবার(৯ এপ্রিল) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
    উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে,আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন,আঃ খতিব গাইনের ছেলে মোফাজ্জেল,সাইদুল,খোকন,নাজিম গাইনের ছেলে হাসান,আঃ মান্নান গাইনের ছেলে আঃ সালাম, মেজবাহ,শাহিন,শাহাবুদ্দিন,মৃত আঃ সামাদ গাইনের ছেলে সাহেব আলী,আঃ মালেক,ইসলাম গাইনের ছেলে রুহুল আমিন,মৃত আঃ হামিদ গাইনের ছেলে পদ্মপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ হাকিম গাইন স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আমার, আমার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে  শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায়ই তারা অশ্লীল ভাষায় গালিগালাজ,জীবন নাশের হুমকী দিয়ে আসছে। গত ৯ এপ্রিল সকাল ১০ টার দিকে বাদীর জামাতা গড়কুমারপুর গ্রামের এন্তাজ আলী গাইনের ছেলে আসাদুল ইসলাম বাদীর প্রতিবেশী ভাগ্নে আজমল হোসেনের বসত বাড়ির সামনে কেয়ার রাস্তার উপর পেয়ে গালিগালাজ করে। জামাতা মৌখিক প্রতিবাদ করলে লোহার রড,জিআই পাইপ,বাঁশের রড দিয়ে মারপিট করে জখম,দা দিয়ে আঘাত করে হাঁড়কাটা রক্তাক্ত জখম করে। বাদীর ছোট ভাই শরিফুল ইসলাম ঠেকাতে গেলে মারপিট করে হাড়ভাঙ্গা ও হাড়কাটা জখম এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। বাদীর ভাই ইদ্রিস আলী গাইনের পুত্রবধূ শারমীন ও চাচাত ভাইয়ের কন্যা আনোয়ারা ঠেকাতে গেলে মারপিট করে জখম,বেআব্রু করতঃ শ্লীলতাহানি ঘটায়। এসময় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর আহত জামাতা আসাদুল ও ছেলে শরিফুলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।