সাতক্ষীরা বিকাল ৪:১৭ মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  • ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় জামায়াত ইসলামির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    mir khairul alam
    এপ্রিল ৮, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি
    ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে এবং সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় তালা সরকারী হাইস্কুল হতে বিক্ষোভ মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী সভাপতিত্বে এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ওলামা বিভাগের মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তালা উপজেলা সভাপতি জামালুল বান্না।
    বক্তারা বলেন, গাজার গণহত্যা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না। গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন, নারী ও শিশুসহ নিরীহ মানুষদের নির্বাচনে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।
    বক্তারা আরো বলেন, জাতিসংঘ সহ সকল মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন
    তালা শহর জামায়াতের সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, তালা ইউনিয়নের আমির মো. মুজিবুর রহমান, যুব জামাত নেতা আনোয়ার হোসেন, যুব জামাত নেতা জাকারিয়া সহ আরো অনেকে।
    সমাবেশে দলমত নির্বিশেষে তালা উপজেলা সর্বস্তরের মানুষের জনস্রোত নামে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।