নিজস্ব প্রতিনিধি: শিক্ষা মন্ত্রলয়ের যুগ্ম সচিব কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। তারা বলেন বেসরকারী প্রাথমিক শিক্ষকদের মতো সব ইবতেদায়ী মাদ্রাসা অতীদ্রুতই জাতীয়করণ বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় এ দাবী জানান মাদ্রাসা শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিটির মাওঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিঃ সহ সভাপতি মাওঃ আব্দুল কাদের, সহ সভাপতি, মাওঃ আব্দুর রব, সহ সভাপতি সাইফুদ্দিন, সহ সভাপতি, মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাওঃ মোস্তাফিজুর রহমান, সহঃ সম্পাদক মাও গোলাম মোস্তফা, সহঃ সম্পাদক, ইয়কুব আলী সাংগঠনিক, নজরুল ইসলাম সহঃ সাংগঠনিক, হাফেজ অহিদুজ্জামান, সহঃ সাংগঠনিক, শরিফুল ইসলাম প্রচার সম্পাদক, মাও মনিরুল ইসলাম অর্থ সম্পাদক, রুহুল আমিন, সহঃ অর্থ সম্পাদক, মিজানুর রহমার মাও আবুল হুসাইন, মাও মাহমুদুর রহমান, মাও সোলাইমান, মাও মজিবুর রহমান, মাও আজিজুল ইসলাম, শাহিদা খাতুন সহ সকল উপজেলা কমিটির সদস্য ও সাধারণ শিক্ষকবৃন্দ।
এ সময় প্রধান অতিথির মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির বরাবর শিক্ষকদের দাবী সংক্রান্ত স্মারক লিপি প্রদান করা হয়।