দেবহাটা প্রতিনিধি: “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা সদর ইউনিয়নে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সিএসও, সিভিএ, ৫ বছরের শিশুর বাবা, ও মা, ইউএফ সাইফুল ইসলাম, সিপি ছাবিনা বেগম। আলোচনায় বক্তারা বলেন, মা ও শিশুর স্বাস্থ্যের সুরক্ষার ব্যাপারে আলোচনা করেন এবং বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যই সকল সুখের মূল। মার্তৃমৃত্যু ও শিশুমৃত্য কমানোর লক্ষ্যে সিএসও (ফিরোজ আলম) বলেন, এলাকার সকল মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাইট টু গ্রো প্রজেক্টের এ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্বল পাল।