সাতক্ষীরা রাত ৪:১৩ সোমবার , ৭ এপ্রিল ২০২৫
  • ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক প্রতিরোধে দেবহাটা ওসি’র মতবিনিময়

    mir khairul alam
    এপ্রিল ৭, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
    Link Copied!

    স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক বিরোধী মতবিনিময় সভা করেছেন দেবহাটা থানার ওসি হযরত আলী। সোমবার দেবহাটা উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা সুবর্ণবাদ মৎস্য আড়ৎ চত্বরে অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ  হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, কুলিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হামিদুল হক শামিম প্রমুখ। এসময় স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও অত্র এলাকার মৎস্যঘের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ  হযরত আলী বলেন, দেবহাটা শান্তিপূর্ণ এলাকা। এখানে অন্য এলাকা থেকে আইশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া পুলিশের তৎপরতা বৃৃদ্ধি করতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, দেবহাটা যেহেতু সীমান্তবর্তী উপজেলা সেকারণে এখানে মাদকের তৎপরতা বেশি। তবে পুলিশের পক্ষ থেকে মাদক দমনে কোন প্রকার দায়িত্ব অবহেলা বা মাদকরে বিষয়ে ছাড় নেই।

    তিনি আরো বলেন, পুলিশ জনগনের সেবক। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। যদি কেউ দেবহাটা থানা এলাকায় দায়িত্ব পালনে অবহেলা করে আমাকে জানাবেন সাথে সাথে ব্যবস্থা নেব। আপনাদের এলাকার অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করলে আমরা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো। তাই আসুন সবাই মিলে দেশটাকে সুন্দর করি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।