দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়াস্ত উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সর্বোত্তম পরিশোধিত কেমিক্যালমুক্ত সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন এবং বাজার জাতকরণের উদ্বোধন করেন যুগ্ম সচিব আবুল হাসান। সোমবার (৭ এপ্রিল) ১১ টায় উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রান্সের দাতা সংস্থার 1001fontaines এর সহযোগীতায় বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণের পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বত্তম পরিশোধিত কেমিক্যালমুক্ত সুপেয় পানি বাজার জাতকরণের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান। উক্ত সভায় বিশেষ অতিথিতে হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফ্রান্সের দাতা সংস্থা এর টেকনিক্যাল ডিরেক্টর অলিভিয়ার টরনেটি, দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হজরত আলী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল রহমান, সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা প্রাথমিক কর্মকর্তা কুদ্দুস আলী, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।