দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, দেবহাটা উপজেলার সিএসও, সিভিএ নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র উদ্যোক্তা সহ ৫ বছরের নিচের শিশুদের মা-বাবা, সুশীলন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান এবং রাইট টু গ্রো প্রকল্পের প্রোজেক্ট অফিসার আবেদা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পাল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।