দেবহাটা প্রতিনিধি: এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটিতে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার ৭দিন দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ১২ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়, ০৯ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান ও ৩৪জন সাধারণ রোগীসহ খাবার বড়ি বিতরণ করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা পদ্ধতি ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।