দেবহাটা প্রতিনিধি: উপজেলা চিনাডাংঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় বর্তমান, সাবেক প্রধান শিক্ষক ও জমিদাতাদের সংবর্ধনা এবং গৌরবের ঐতিহ্যের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত উক্ত বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও উদযাপন কমিটির আহবায়ক খন্দকার আকবর আলির সভাপতিত্বে বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না, বিএনপি নেতা মোকলেসুর রহমান মুকুল, সমাজসেবক আবু সাঈদ, বিদায়ী প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল, প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম, উদযাপন কমিটির যুগ্ন আহবায় মোনাজাত আলী গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী যথাক্রমে মো.আসাদুজ্জামান, বাবুল হোসেন, প্রফেসর ফারুক হোসেন, ডা. আব্দুর রশিদ, ডা.মীর মাহফুজুর রহমান, ডা.আশরাফুজ্জামান, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহাজান আলী, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, আব্দুল গফ্ফার, সামছুর রহমান, রবিউল ইসলাম, ইয়াসির আরাফাত লিপু, মফিজুল ইসলাম, ইব্রাহিম হোসেন বাবু প্রমুখ। পরে বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন ৪ জন ও বর্তমান প্রধান শিক্ষককে সংবর্ধনা এবং বিদ্যালয়ে জমিদাতা ৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সার্বিক সহযোগীতায় ছিলেন সাবেক শিক্ষার্থী ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক শিক্ষার্থী সৈয়দ আবরার আলী, শফিক সরদার, মহিদুল ইসলাম, আলমগীর হোসেন, নাসির উদ্দীন মিন্টু, তবিবুর রহমান, মকবুল হোসেন, তৈয়ব হাসান, হুমায়ুন কবির, রুহুল আমিন, আব্দুর রহিম, খোকন, নাফিজ, রাকিব, মুজাহিদ সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক শিক্ষার্থী সুমাইয়া পারভীন রিজমা ও মাসুম বিল্লাহ।