মুহাদ্দিস আব্দুল খালেক এর সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৩রা এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭ টায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার একটি প্রতিনিধি দল সাতক্ষীরা জেলা সভাপতি মাওঃ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবের নেতৃত্বে , বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোঃ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের সঙ্গে বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম স্বতন্ত্র ইবতেদায়ীর বর্তমান অবস্থা সরকার ঘোষিত রেজিঃ প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এর অগ্ৰগতি সহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি গুরুত্বের সঙ্গে শোনেন এবং দাবী সমূহের প্রতি একমত পোষণ করেন। যথাযথ ব্যবস্থা গ্ৰহণের জন্য দলীয় ভাবে সরকারের নিকট উপস্থাপন করবে এ আশ্বাস প্রদান করেন। সমিতির সভাপতি আগামী ৮ ই এপ্রিল বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলার সকল শিক্ষকের সমন্বয়ে এক আলোচনা সভায় মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে তিনি স্বাদরে গ্ৰহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ নুরুল ইসলাম, সহসভাপতি মাওঃ মোঃ আব্দুর রব ও মোঃ সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, মাওঃ মোঃ লিয়াকত হোসেন,ক্বারী মিজানুর রহমান, মাওঃ মোঃ সোলায়মান হোসেন, মাওঃ মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোকছেদ আলী, মোঃ জালাল উদ্দিন প্রমুখ।