সাতক্ষীরা সন্ধ্যা ৭:১৮ শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
  • ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই পুনর্মিলনী

    mir khairul alam
    এপ্রিল ৪, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
    Link Copied!

     

    বি.এম. জুলফিকার রায়হান ::

    সাতক্ষীরা সরকারি পলিটেকনিক
    এলামনাই এসোসিয়েশন অব সাতক্ষীরা আয়োজিত এসপিআই পুনর্মিলনী-২০২৫ গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী ও আহবায়ক প্রকৌশলী মো: আলমগীর হোসেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রকৌশলী জি.এম. আজিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদস্য সচিব জাবির বিন মাহফুজ।
    এসময় স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন ২০০৪-০৫ সেশনের অত্র পলিটেকনিকের ১ম ব্যাচের কম্পিউটার টেকনোলজির প্রাক্তন মেধাবী ছাত্র অসীম ঘরামী।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. এম.এম. নাজমুল হক, সিদ্দিক আলী, গৌতম কুমার বিশ্বাস এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. হাবিবুল্লাহ গাজী ও শেখ মো. গোলাম রাব্বানী প্রমুখ।

    দিনব্যাপী এই আয়োজনে ৪০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হৃদয়ে এস.পি.আই নামে একটি স্মরণিকার মোড়ক উম্মেচন করা হয়। স্মরণিকাটি সম্পাদনা করেন ২০০৫-০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী মো. শাহরিয়ার কবির ও সহ-সম্পাদক প্রকৌ. মো. মনিরুল ইসলাম (মনি), সম্পাদনা পরিষদে ছিলেন পার্থ সরকার, কাজী মোস্তফা ইমরান, মোখলেছুর রহমান, মো. খালিদ হোসেন ও বাদশা আলম।

    সভাপতি ও আহবায়ক প্রকৌশলী মো. আলমগীর হোসেন তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী, যারা স্পন্সর করেছেন এবং সর্বোপরি এই অনুষ্ঠান সফল করতে যারা ভূমিকা রেখেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞ স্বীকার করেন।

    বিকালে সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশনে করেন সংগীত শিল্পী পথিক নবী ও রক্সি। সব শেষ লটারী অনুষ্ঠিত হয় যেখানে ল্যাপটপসহ ৩০ টি পুরুষ্কার ছিলো। প্রোগ্রামটি সফল করতে যারা অবদান রেখেছেন তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।