সাতক্ষীরা রাত ১২:৪১ বুধবার , ২ এপ্রিল ২০২৫
  • ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    নলতায় “হালিমা গেট” ও একটি মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ডা: এস এম আব্দুল ওহাব

    স্টাফ রিপোর্টার
    এপ্রিল ২, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরার নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস. এম. আব্দুল ওহাবের অর্থায়নে  ছোট বোন ও অত্র প্রতিষ্ঠানের প্রথম এসএসসি ফাস্ট ডিভিশন উত্তীর্ণ শিক্ষার্থী মরহুম হালিমা খাতুনের স্মরণে নির্মিত ‘ হালিমা গেট’ উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (১ এপ্রিল) এই গেট উদ্বোধন করা হয়। গেট উদ্বোধনের পর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম, প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলাম, ডা. নাসিরুদ্দিন, এমজেএফ-এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম এবং মরহুম হালিমা খাতুনের পরিবারবর্গ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. আব্দুল ওহাবের কন্যা ডা. সিমি, তার জামাতা ডা. অলিউল্লাহ, ছোট বোনের জামাতা ডা. আজমির এবং মরহুম হালিমা খাতুনের ছোট মেয়ে ডা. ওয়াহিদা নাসরিন, মাহবুবুর রহমান মিন্টু।

    বক্তারা মরহুম হালিমা খাতুনের শিক্ষা ও ব্যক্তিত্বের স্মৃতিচারণ করেন এবং তাঁর নামে গেট নির্মাণের উদ্যোগকে প্রশংসা করেন। তারা বলেন, এটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    অন্যদিকে আজ বুধবার (২রা এপ্রিল) নলতা ইউনিয়নের কাজলায় একটি মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস. এম. আব্দুল ওহাব। এসময় অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ আবুল হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়। বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে  অধ্যাপক ডা. এস. এম. আব্দুল ওহাবের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।