নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্যদের মাঝে উপহার প্রদান করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বেলা ১২ টায় ক্লাবের সভাকক্ষে বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জ্বলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব মোল্যা, উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এস, এম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।