সাতক্ষীরা সকাল ১১:০৭ শুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  • ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

    mir khairul alam
    মার্চ ২৮, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
    Link Copied!

    উপকূলীয় প্রতিনিধি, শ্যামনগর:

    গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাতক্ষীরার শ্যামনগরের যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম।

    শুক্রবার (২৮ মার্চ) জুম্মার নামাজ শেষে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলবাড়ী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপকূলীয় অঞ্চলের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে তিন শতাধিক মানুষ অংশ নেন।

    বিক্ষোভে অংশ নেওয়া অংশগ্রহণকারীরা ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক’, বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট’, ’উই ওয়ান্ট জাস্টিস, প্যালেস্টাইন জাস্টিস’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি ¯েøাগান দেন।

    সমাবেশে পরিবেশকর্মী ও যুব জলবায়ু যোদ্ধা স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) ’র বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি মোঃ ওবায়দুল্লাহ আল মামুন, কলবাড়ী বাজার ঈদগাহ কমিটির আহŸায়ক মোঃ শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মোঃ মারুফ হোসেন মিলন, সরদার চ্যারিটি ফাউন্ডেশন এর সভাপতি এস. এম নুরুল আলম, ছাত্রনেতা মোঃ আশিকুর রহমান, কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির মোঃ নাঈম ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ।

    বক্তব্য রাখেন এনজিও কর্মী মোঃ মাসুদুর রহমান। তিনি বলেন, সা¤্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সা¤্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই।

    সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম’র বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সবুজ বিল্লাহ বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না, এই প্রশ্ন আজও রয়ে যায়। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে।

    শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদরাসার শিক্ষার্থী হাফেজ জাকির হোসেন বলেন, যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে।

    ত্রিপাণী বিদ্যাপিঠের সহকারি শিক্ষক মাওঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নিরীহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

    সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বুড়িগোয়ালিনী ইউনিয়নের সমন্বয়কারী ও কলবাড়ী বাজার জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।