সাতক্ষীরা সকাল ৮:০০ মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  • ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতে ইসলামীর গণ-ইফতার

    mir khairul alam
    মার্চ ২৫, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতে ইসলামীর গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে এ গণ ইফতার মাহফিল বাস্তবায়ন করা হয়।

    মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে তবেই ইহকালীন সুখ ও পরকালীন মুক্তি পাওয়া যাবে। ইসলামে যাকাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়, মাথায় দংশন করতে থাকবে। তিনি সবাইকে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে জীবন ও কর্ম পরিচালনার আহবান জানান।
    অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সবাইকে রমজান মাসের সংযম ও তাকওয়ার শিক্ষাকে জীবনে অনুশীলনের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মানের আহবান জানান।
    এ ছাড়া বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমির কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণ ইফতার মাহফিলটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দ সহ প্রায় ৩ সহস্রাধিক রোজাদারদের নিয়ে দেশ ও জনগনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানটির সমাপ্তি করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।