সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণ কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর নবগঠিত এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ ) বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের কক্ষে এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের নবাগত সভাপতি জাহাঙ্গীর আলম বলেন” বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবশ সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব এবং আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করব ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যাপক সুব্রত সরদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ, শিক্ষক প্রতিনিধি মোঃ আকবর আলী, অভিবাবক প্রতিনিধি শেখ শহিদ উদ্দিন, শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।