নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলার পারুলিয়া আহছানিয়া মিশন কনফারেন্স রুমে অনুষ্ঠিত স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সভায় উপজেলা সিএসও প্লাটফর্মের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় উপস্থিত থেকে দক্ষতা উন্নয়নে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানা। উক্ত সভায় উদ্যোক্তাদের ব্যবসা স্থায়িত্ব করণের কৌশলগত পরামর্শ প্রদান করেন রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সিএসও প্লাটফর্মের সভাপতি সালাউদ্দিন। উক্ত সভায় স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও স্থানীয় উদ্যোক্তাদের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয় এবং স্থানীয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশনকে সমবায় অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।