সাতক্ষীরা সকাল ৬:৩১ শনিবার , ২২ মার্চ ২০২৫
  • ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় চেতনানাশক ওষুদ খাওয়ায়ে বাড়িতে চুরি : অসুস্থ্য- ৫

    mir khairul alam
    মার্চ ২২, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: তালার জেয়ালা গ্রামে খাবারের সাথে চেতনানাশক ওষুদ মিশিয়ে প্রান্ত ঘোষের বাড়ি থেকে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি করেছে চোরচক্র। গত শুক্রবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘরে। ঘটনায় প্রান্ত ঘোষ সহ তার পরিবারের ৫ সদস্য অসুস্থ্য হয়ে পড়ে।
    উপজেলার জেয়ালা গ্রামের স্বদেশ ঘোষের ছেলে প্রান্ত ঘোষ (২৫) জানান, শুক্রবার রাতে বাড়িতে খাবার খাওয়ার পর সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। সকালে ঘুম থেকে থেকে জেগে অসুস্থ্যতা লাগে এবং বাড়ির অন্যদের ডাকাডাকি করলে তারাও গভীর ঘুম থেকে ওঠে। এসময় ঘরের গ্রীলের তালা ভাঙ্গা ও সোকেস খোলা দেখে সন্দেহ হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘরের সোকেসের মধ্যে রক্ষিত ৩ভরি স্বর্নের গহনা, দামী কাপড়চোপড় ও নগদ টাকা সহ ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরির বিষয়টি জানাজানি হয়।
    প্রান্ত ঘোষ জানান, বাড়ির সকলের ধারনা রাতের খাবারের সাথে চেতনানাশক ওষুদ মিশিয়ে দেয় চোরচক্র। পরে সেই ওষুদ মিশ্রিত খাবার খাবার পরে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে চোরেরা স্বর্ন ও টাকা সহ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চেতনানাশক খাবার খেয়ে প্রান্ত সহ তার মাতা রাধা ঘোষ, স্ত্রী বেবী ঘোষ, বোন দিপা ঘোষ ও বোনের শিশু কন্যা অন্রশ্রী ঘোষ অসুস্থ হন। তবে, বিভিন্ন কারনে এঘটনায় থানায় অভিযোগ করার সাহস পাননি ভুক্তভোগী প্রান্ত ঘোষ।
    উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে ওই এলাকায় বাড়ি ঘর থেকে শুরু করে মাঠের ক্ষেতের সেচের মটর সহ কৃষি যন্ত্র নিয়োমিত চুরির ঘটনা ঘটছে। এতে সাধারন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।