সাতক্ষীরা সকাল ৯:২৭ শনিবার , ২২ মার্চ ২০২৫
  • ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    mir khairul alam
    মার্চ ২২, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
    Link Copied!

    জামাল উদ্দীন সাতক্ষীরা থেকেঃ পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা’র ৩০০ শতাধিক মানুষের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ শে মার্চ রোজ শুক্রবার ঢাকার অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়। মহান আল্লাহর কাছে শুকরিয়া সুন্দরভাবে পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মহতী আয়োজন সফল করার জন্য কমিটির পক্ষ থেকে আজীবন সদস্যগণ সহ সমিতির শুভাকাঙ্খীরা যারা দুরদুরন্ত থেকে ঢাকার জানজট পেরিয়ে এসেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন। আবার অনেকেই রাস্তায় জ্যামের কারনে ফিরে গিয়েছেন তাদের প্রতি সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি। এছাড়াও অনেকেই আসতে না পেরেও দেশ ও প্রবাস থেকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই আয়োজনে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা এর দোয়া ও ইফতার মাহফিলে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা, সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা; তালা উপজেলা সমিতি- ঢাকা, আশাশুনি উপজেলা সমিতি, ঢাকা ও শ্যামনগর উপজেলা সমিতি, ঢাকা এর প্রতিনিধি উপস্থিত থাকাই আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা এর দোয়া ও ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ রুহুল আমিন আকাশ ও সদস্য সচিব জি এম হাফিজুর রহমানসহ কমিটির সকল সদস্যদের এই আয়োজনে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সমিতির সহ-সভাপতিবৃন্দ জনাব মোঃ হুমায়ুন কবীর, জনাব সঞ্জীব কুমার দাশ, ইঞ্জি: মোঃ তুহিনুজ্জামান, জনাব আমিরুল ইসলাম মধু, অর্থ সম্পাদক, জনাব গাজী মামুনূর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব প্রণব কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক, ইঞ্জি: মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মোঃ মনিরুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক, শেখ হুমায়ুন কবীর, স্বাস্থ্য বিবয়ক সম্পাদক, জনাব শাহিন আক্তার, দুর্যোগ ব্যবস্থপনা সম্পাদক, জনাব আব্দুল কাদির- জিলানী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, জনাব মোঃ খালিদ ইমরান রিপন, আইন সম্পাদক, জনাব সেলিম শানা, ধর্ম বিষয়ক সম্পাদক, জনাব মোহাম্মদ মাহিউল ইসলাম মাহি, যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক, আলমগীর কবীর, মহিলা বিষয়ক সম্পাদিকা, হালিমা সুলতানা, নির্বাহী সম্পাদক জনাব মোঃ জরিরুল ইসলাম, জনাব আব্দুল মালেক সহ অন্যান্য সকল নিবেদিতপ্রাণ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের একাগ্রতা ও আন্তরিকতা আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে। ধন্যবাদ জানাতে চাই বৃহত্তর খুলনা সমিতি-ঢাকা’র কর্মকর্তাদের প্রতি ভেন্যু বিষয়ে প্রথম থেকেই খুলনা সমিতির সম্মানিত সদস্য জনাব আব্দুর রহমান সাহেব সার্ভিক সহযোগীতা করেছেন পাশে থেকে আমরা তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের পূর্নতা দান করেন সমিতির সন্মানিত পৃষ্ঠপোষক ড. মোল্যা রেজাউল করিম। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব শহিদুল ইসলাম আনসারী, তিনি সমিতির বর্তমান কমিটির সাফল্য/ ভালো কর্মকান্ড পরিচালনার জন্য দোয়া; সমিতির আজীবন সদস্য, প্রধান পৃষ্ঠপোষক অসুস্থ তার জন্য দোয়া। এছাড়াও সমিতির সদস্যরা যারা মৃত্যুবরণ করেছেন; অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া এবং দেশ ও প্রবাসীদের কল্যাণের জন্য দোয়া করেন। দোয়া ও ইফতার বাস্তবায়ন-২০২৫ সুন্দর ও সফলভাবে বাস্তবায়ন হয়, সে দিকে চাতক পাখির মতো যার নজর ছিলো তিনি এই সমিতির সম্মানিত সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলাম। পরিশেষে আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এভাবেই সবার আন্তরিক সহযোগিতায় আমরা প্রতি বছর সুন্দর ও সফল আয়োজন করতে পারবো। কোন অনুষ্ঠান আয়োজন করলে সফলতা ও ব্যর্থতা দুটো বিষয় থাকে। তাই আয়োজনে কোন ভুল থাকলে সাধারণ সম্পাদক হিসাবে কাধে নিয়ে নিলাম আর সফলতা থাকলে সকলের মাঝেই আমি উৎসর্গ করলাম। আমাদের পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের পরামর্শ ও সহযোগীতা চেয়েছেন সমিতির সাধারণ সম্পাদক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।